ইন্ট্রাকো অটোমোবাইলসের বিনিয়োগ গ্যাস সরবরাহে যাচ্ছে

ইন্ট্রাকো অটোমোবাইলসের একটি সিএনজি স্টেশন থেকে বিনিয়োগ সরিয়ে নেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। গত বৃহস্পতিবার কোম্পানিটির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির সচিব জি এম সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে সিএনজি স্টশনের জমির মালিকের সঙ্গে লিজ চুক্তির মেয়াদ শেষ হয়েছে জানিয়ে জি এম সালাহউদ্দিন বলেন, এখন কোম্পানিটি মার্চের প্রথম সপ্তাহ থেকে এই সিএনজি স্টেশন আর পরিচালনা করতে চায় না। এই বাস্তবতায় কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, ইন্ট্রাকো অটোমোবাইলসের বিনিয়োগ ভোলা নন পাইপ গ্যাস লাইন ইউনিটে সরিয়ে নেওয়া হবে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আগের সরকারের সময় ভোলা থেকে সিএনজি আকারে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহণের দায়িত্ব নেয় ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। দৈনিক পাঁচ মিলিয়ন গ্যাস সরবরাহ দিয়ে শুরু করে ইন্ট্রাকো। পরে দৈনিক ২৫ মিলিয়ন গ্যাসে উন্নীত করতে চুক্তিবদ্ধ হয়।
দেশের গ্যাসের সংকট মেটাতে ভোলার গ্যাস সিএনজি আকারে এনে দেশের শিল্পকারখানায় ব্যবহার শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বরে। সেই গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়াতে ইন্ট্রাকো রিফুয়েলিং ভোলা নন-পাইপ গ্যাসলাইন ইউনিটে বিনিয়োগ সিরিয়ে নিচ্ছে।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি। রিজার্ভে রয়েছে ২৩ কোটি ৫২ লাখ টাকা। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ দশমিক শূন্য ছয় শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ৪০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক শূন্য আট শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৭ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।