পুঁজিবাজারে পতন দিয়ে শুরু প্রথম কার্যদিবসের লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের লেনদেন শুরু হয়েছে পতনের মধ্য দিয়ে, কমেছে সবকটি সূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএস কমেছে ২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ১ এবং বাছাইকৃত ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৭ পয়েন্ট।
দিনের প্রথমার্ধের লেনদেনে ঢাকায় ১৬৯ কোম্পানির দর বেড়েছে, কমেছে ১৬৬ এবং অপরিবর্তিত আছে ৫৫ কোম্পানির শেয়ারদর।
সামগ্রিকইভাবে ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় মোট শেয়ার এবং ইউনিটের লেনদেন ১৭০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকার মতো চট্টগ্রামেও চলছে সূচকের পতন; সার্বিক সূচক কমেছে ৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭, কমেছে ৩৩ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে চট্টগ্রামের বাজারে ৪ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।