লেনদেন বাড়লেও সূচক কমেছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ বুধবারের (১৯ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দুই দশমিক ৯৩ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। তবে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। পরে পতনে ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে দুই দশমিক ৯৩ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২০৭ দশমিক ৩৫ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮১ দশমিক ৪৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ২১ পয়েন্টে।
গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫১ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৪৫২ কোটি ৮১ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৮৪১ কোটি ৬৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৬টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১৩ কোটি ১২ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১২ কোটি ৯৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১২ কোটি ৯৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৮৬ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৭১ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৭১ লাখ টাকা, বিডি থাইয়ের ১০ কোটি ৩৪ লাখ টাকা, ইভেন্স ইন্স্যুরেন্সের ১০ কোটি ৩২ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে তাল্লু স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক শূন্য আট শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।