বাজেটে ব্রোকারেজ হাউজের উৎসে কর কমানোর দাবি ডিবিএর

আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটে ব্রোকারেজ হাউজগুলোর উৎসে করহার কমানোর দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে উৎসে করহার দশমিক শূন্য দুই শতাংশ করার জন্য সরকারের কাছে দাবি করে সংগঠনটি।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্লাবে এক বৈঠকে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম এ দাবি তুলে ধরেন। এসময় তিনি বলেন, সরকার আমাদের দাবিগুলো সুবিবেচনায় নিয়ে আসন্ন বাজেটে এর বাস্তবায়ন করে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির পথ সুগম করবে বলে আশা প্রকাশ করেন।
উৎসে করকে আরও সহজ করার উপরে জোর দাবি জানিয়ে সাইফুল ইসলাম বলেন, আমরা উৎসে করের পরিবর্তন চাচ্ছি। করহার আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। পার্শ্ববর্তী দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকংয়ের তুলনায় আমাদের দেশে সিকিউরিটিজ লেনদেনের উপর উৎসে করহার বেশি। বর্তমানে পুঁজিবাজারে দৈনিক লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় ব্রোকারেজগুলোর আয় আশংকাজনক হারে কমেছে। এছাড়া আয় না হলেও কর দিয়ে যাচ্ছে, এমতাবস্থায় এই করহার কমানো দাবি করছি আমরা।
এক লাখ টাকায় আমাদের উৎসে কর দিতে হয় ৫০ টাকা জানিয়ে তিনি বলেন, যেখানে ভারতে প্রতি এক লাখে উৎসে কর দিতে হয় ১০ রুপি। এছাড়া পাকিস্তানে দশমিক ৬৫ রুপি, সিঙ্গাপুরে দশমিক ৭৫ ডলার এবং হংকংয়ে পাঁচ দশমিক ৬৫ ডলার দিচ্ছে। তাই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে উৎসে করহার দশমিক শূন্য দুই শতাংশ করার দাবি করছি।
মূলধন ক্ষতির সমন্বয় এবং জের টানা সংক্রান্ত বিধান রাখার দাবি করে সাইফুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী করদাতাদের মূলধনী ক্ষতির সমন্বয় বা জের পরবর্তী বছরগুলোতে টানার অনুমতি নেই। লোকসানের সমন্বয় ও জের টানার অনুমতি না থাকার ফলে উভয় শ্রেণির বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়ে এবং বিনিয়োগে নিরুৎসায়ী হয়ে বাজার ত্যাগ করে। গত কয়েক বছর ধরে পুঁজিবাজারে মন্দা বিরাজ করায় অধিকাংশ বিনিয়োগকারী লোকসানের কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে লোকসানে থাকা বিনিয়োগকারীদের পুঁজি ধরে রাখতে এবং বাজারের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে বিদ্যমান আয়কর আইন ২০২৩ এর নবম অধ্যায়, ধারা ৭০ এর (৩) এর সাথে বর্ধিত বিধান সংযোজনের দাবি করছি।
সাইফুল ইসলাম আরও বলেন, কর অব্যাহতিপ্রাপ্ত, হ্রাসকৃত করহার বা ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ কোন উৎসের বা খাতের ক্ষতির সমন্বয় বা জের টানা যাবে না। তবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোন সিকিউরিটিজ অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত মিউচুয়াল ফান্ড বা তহবিলের ইউনিট লেনদেনের মাধ্যমে মূলধনী ক্ষতির সমন্বয় বা জের টানা যাইবে।