লোকসান বেড়েছে হামিদ ফেব্রিক্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান হামিদ ফেব্রিক্সের চলতি অর্থবছরের (২০২৪-২৫) দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসানে বেড়েছে ৪৬২ দশমিক ৫০ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ৩২ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে এক টাকা ৪৮ পয়সা বা ৪৬২ দশমিক ৫০ শতাংশ।
চলতি অর্থবছরের দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ২১ পয়সা। আলোচিত দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৭০ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই টাকা ৫১ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৮১ পয়সা।