টানা ৯ কর্মদিবসে প্রধান সূচক কমেছে ২৩৩ পয়েন্ট

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে আজ বৃহস্পতিবারের (২৪ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৫০ পয়েন্ট। এ নিয়ে টানা ৯ কর্মদিবস ধরে এই প্রধান সূচকের পতন চলছে। এই ৯ কর্মদিবসে প্রধান সূচকের পতন হয়েছে ২৩৩ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৭৫ দশমিক ৩৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার বাজারে মূলধন কমেছে তিন হাজার ৯১০ কোটি টাকা। বিক্রির চাপে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন ৩৬৭ কোটি টাকা।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে বিক্রি বাড়ে। এক পর্যায়ে প্রধান সূচক পতনে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৯৭২ দশমিক ৫৯ পয়েন্টে। কিন্তু গত ৪ এপ্রিল ডিএসইএক্স সূচক ছিল পাঁচ হাজার ২০৫ পয়েন্টে। পরে টানা ৯ কর্মদিবস এই সূচকের পতন হয়েছে। এতে ৯ কর্মদিবসে সূচকটির পতন হয়েছে ২৩৩ পয়েন্ট।
আজ ডিএসইএস সূচক ১৬ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৪ দশমিক ৭০ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩০০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি ১৪ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৬৭ হাজার ৩৬০ কোটি ৫৮ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজারে মূলধন কমেছে তিন হাজার ৯১০ কোটি ৪৪ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির বা ৭৫ দশমিক ৩৮ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ১৩ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৬৭ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ৯ কোটি ২৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৩৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের সাত কোটি ২৪ লাখ টাকা, এনার্জিপ্যাক পাওয়ারের সাত কোটি দুই লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয় কোটি ৩৩ লাখ টাকা, ডরিন পাওয়ারের পাঁচ কোটি ৮৭ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার পাঁচ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৭০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৬ শতাংশ।