২৫ শতাংশ লভ্যাংশ দেবে সিটি ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সমাপ্ত হিসাব বছরে (২০২৪, জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচিত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে সাত টাকা ৫৩ পয়সা। আগের সমাপ্ত বছরে (২০২৩, জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল চার টাকা ৭৪ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৬৬ টাকা ৪৪ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল দুই টাকা ৯০ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৪ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২৮ টাকা ৫৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।