৪১ কর্মদিবসের সেরা লেনদেন আজ, উত্থানে প্রধান সূচক

পুঁজিবাজারে টানা তিন কর্মদিবসে পতনের পর গতকাল রোববারের মতো আজ সোমবার (৫ মে) উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। এদিন ডিএসইএক্স উত্থান হয়েছে আট পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন লেনদেন বেড়ে হয়েছে ৫৮৪ কোটি টাকা। যা গত ৪১ কর্মদিবসের সেরা লেনদেন। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ সোমবার বাজারে মূলধন বেড়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে প্রথম ৩৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৯ পয়েন্ট। বেলা বাড়ার পর এদিন শেয়ার বিক্রির চাপ বাড়ে। এক পর্যায়ে প্রধান সূচক পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৩৬ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় সাত পয়েন্ট। পরে উত্থানে ফিরে সূচকটি। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে আট দশমিক ৪১ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৬৪ দশমিক ৬৭ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১০ দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৪ দশমিক শূন্য তিন পয়েন্টে। তবে আজ ডিএসইএস সূচক এক দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮ দশমিক ৯৪ পয়েন্টে।
আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৫৮৪ কোটি দুই লাখ টাকা। এটা গত ৪১ কর্মদিবসের সেরা লেনদেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৫৯২ কোটি ২০ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৫৫ হাজার ১৮২ কোটি আট লাখ টাকা। একদিনের ব্যবধানে মূলধন বেড়েছে এক হাজার ৪১০ কোটি ১২ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৩টির ও কমেছে ১৬৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ২৪ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ৬৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ১১ কোটি ২৪ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকের ১০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে খলিনা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।