পুঁজিবাজারে বেড়েছে কোটি টাকার বিনিয়োগকারী

দেশের পুঁজিবাজারে কোটি টাকার বেশি বিনিয়োগ করছে এমন বিনিয়োগকারীর (বিও হিসাবধারী) সংখ্যা বেড়েছে। তবে অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) পরিচালক মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছে।
আবুল কালাম দেওয়া তথ্য মতে, গত বছরের তুলনায় পুঁজিবাজারে বড় বিনিয়োগকারীর (৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা এবং তদূর্ধ্ব পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) সংখ্যা বেড়েছে। মাঝারি বিনিয়োগকারীর (৫০ লাখের বেশি ও ৫০ কোটি টাকার নিচে পোর্টফোলিও ভ্যালু সম্পন্ন) সংখ্যা বেড়েছে। একইসঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীর (১ লাখের বেশি ও ৫০ লাখ টাকার কম পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) সংখ্যাও বেড়েছে। তবে অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর (১ লাখ টাকার কম পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) সংখ্যা কমেছে।
চলতি বছরের ৩০ জুন শেষে ৭০টি বিও হিসাবে ৫০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগকারী আছে। যা গত বছরের ৩০ জুন এই সংখ্যা ছিল ৬৮ জন। ১০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাবের সংখ্যা ৩৪৭ জন। যা গত বছর এই সংখ্যা ছিল ৩২৫টি। ৫০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ৭৩৩টি। যা গত বছর এই সংখ্যা ছিল ৬৯৬টি। ১০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাবের সংখ্যা আছে ২ হাজার ৮৯১টি। যা গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৮৯৪টি। এক কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ১৩ হাজার ৩১৬টি। যা গত বছর এই সংখ্যা ছিল ১২ হাজার ৯৯৩টি। কোটি টাকার কম বিনিয়োগ থাকা বিনিয়োগকারীদের মধ্যে ৫০ লাখ টাকা ও তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ২৪ হাজার ২২৫টি। যা গত বছর এই সংখ্যা ছিল ২২ হাজার ৯০৭টি। ১০ লাখ টাকা ও তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ১ লাখ ৪ হাজার ৮৩৩টি। যা গত বছর এই সংখ্যা ছিল ৯৮ হাজার ৩৭১টি।
এছাড়া এক লাখ টাকা ও তার বেশি বিনিয়োগ থাকা বিও হিসাব আছে তিন লাখ ৯০ হাজার ৩৮৫টি। যা গত বছর এই সংখ্যা ছিল ৩ লাখ ৮৯ হাজার ৫৯৪টি। এক লাখ টাকার কম বিনিয়োগ থাকা বিও হিসাব আছে ৮ লাখ ৩১ হাজার ৭৪৮টি। গত বছর এই সংখ্যা ছিল ৯ লাখ ১৬ হাজার ১৫৭টি।