ডিএসই : টানা ৩ দিন সূচকের পতন

গত দুদিনের (রোববার ও সোমবার) মতো আজ মঙ্গলবার (২৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৪১০ কোটি টাকা।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৩ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম ৩৫ মিনিটে ডিএসইএক্স পতন হয় চার পয়েন্ট। পরে সূচকটি উত্থানে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ২০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৬ পয়েন্ট। এরপর সূচকটি পতনে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট। দিনশেষে সূচক কমে দাঁড়ায় পাঁচ হাজার ২৯৮ দশমিক ৪৬ পয়েন্টে। গত ১৫ জুলাই সূচক ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬২ দশমিক ২০ পয়েন্টে। টানা আট কর্মদিবস উত্থানের পর গত তিন দিন ধরে সূচকটি পতন চলছে।
এ ছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক শূন্য চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৭ দশমিক ৩৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৪ দশমিক ১৩ পয়েন্টে। আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৭১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ছয় হাজার ২৮১ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ ৯ হাজার ৬৯০ কোটি ৮৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮২টির এবং কমেছে ২৫০টির বা ৬৩ দশমিক ১৩ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ২৪ কোটি টাকা, রবির ২৩ কোটি ১১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ কোটি ১১ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৭ কোটি ৬৯ লাখ টাকা এবং যমুনা ব্যাংকের ১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৩০ শতাংশ।