সূচকের বড় উত্থান, ১১ মাসের সেরা লেনদেন আজ

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (৩১ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ পয়েন্ট।
আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ৭৮৬ কোটি টাকা। আজ বেড়েছে লেনদেনের পরিমাণও। বেড়ে এদিন লেনদেন হয়েছে এক হাজার ৬৩ কোটি টাকা। যা গত ১০ মাস ২৯ দিন বা ২১৬ কার্যদিবস পর সেরা এই লেনদেন পরিমান। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ব্যাংক ও টেলিকম খাতের কোম্পানির শেয়ারের ওপর ভর করে আজ বড় উত্থানে ফিরেছে ডিএসইর সূচক। শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৬৩ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১০৬ পয়েন্ট। অবশ্য লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৯১ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪৩ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৪ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭০ দশমিক ৬১ পয়েন্টে।
আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে এক হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। এর আগে গত ২ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল এক হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১২ হাজার ২২৩ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল সাত লাখ ছয় হাজার ৪৩৭ কোটি ২৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫০টির এবং কমেছে ১৬৭টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৫১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৪০ কোটি ৪৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৮ কোটি ৩৭ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ৩৬ কোটি ১৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৩৫ কোটি তিন লাখ টাকা এবং যমুনা ব্যাংকের ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২১ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।