লোভনীয় প্রস্তাবে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারের কোম্পানিগুলোর শেয়ার দরের লোভনীয় প্রস্তাব দিয়ে নানা কৌশলে বিনিয়োগকারীদের পুঁজি হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এমন অভিযোগের সত্যতা পেয়ে সেইসব প্রতারক থেকে বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকার আহবান জানাল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামকে এ তথ্য নিশ্চিত করেছে।
আবুল কালাম জানান, ফেসবুকে প্রাথমিক অনুসন্ধানে বেশকিছু ফেসবুক পেজ, ব্যক্তিগত পরিচিতি এবং গ্রুপের সন্ধান পাওয়া গেছে। যেগুলো এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট পেজ, পরিচিতি ও গ্রুপের নাম এবং লিংক নিচে তুলে ধরা হলো: শখের শেয়ার বাজার https://www.facebook.com/profile.php?id=61579790072044, BD STOCK EXCHANGE (DSE & CSE) https://www.facebook.com/groups/391580888653809/, Momin Dse https://www.facebook.com/groups/391580888653809/user/100016058347627/, Ashakaa Rasul Noomani https://www.facebook.com/groups/391580888653809/user/100008105401350/, শেয়ার মার্কেট সাকসেস স্ট্র্যাটেজিস https://www.facebook.com/groups/391580888653809/user/61574056896483/, বাজার বিশ্লেষণ https://www.facebook.com/profile.php?id=61579257136367, আশিকুর রহমান আশিক https://www.facebook.com/asikura.rahamana.asika.371807, Anik Sarah (Consultancy Assetmanagement) https://www.facebook.com/anika.sarah.142, PUblic BUSINESS CLUB https://www.facebook.com/groups/1421914744614689/, Planned Investment https://www.facebook.com/groups/1768873286596084/, Caleb Wright https://www.facebook.com/profile.php?id=61579983105760। এসব পেজ বা গ্রুপের মাধ্যমে নিয়মিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা আইনবিরুদ্ধ।
বিএসইসি (গবেষণা বিশ্লেষক) বিধিমালা, ২০১৩ অনুযায়ী শুধুমাত্র নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহ গবেষণা বিশ্লেষক হিসেবে নিবন্ধিত হয়ে মতামত বা পরামর্শ প্রদান করতে পারে- মার্চেন্ট ব্যাংকার, স্টক ডিলার বা স্টক ব্রোকার, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, বিনিয়োগ উপদেষ্টা এবং স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান। উল্লিখিত গ্রুপ/পরিচিতিগুলো এই বিধিমালার আওতায় নিবন্ধিত নয়। তাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিনিয়োগ পরামর্শ গ্রহণ থেকে সতর্ক থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
এছাড়া বিনিয়োগের জন্য নিজ নামে উপশম হিসাব (বিও হিসাব) খোলা আবশ্যক, যা নিবন্ধিত স্টক ব্রোকার অথবা ডিপোজিটরি অংশীদার এর মাধ্যমে খোলা হয়। বিনিয়োগকারীদের অনুরোধ করা হচ্ছে— নিজ নামে উপশম হিসাব ব্যতিরেকে এবং বৈধ পন্থা ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় অথবা আর্থিক লেনদেন করবেন না। নিজস্ব স্বার্থে বিনিয়োগকারীরা নিশ্চিত হোন যে, সিকিউরিটিজ বা শেয়ার সংক্রান্ত লেনদেন তাঁদের নিজ নামে পরিচালিত উপশম হিসাবে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে। যেকোনো প্রতারণামূলক কার্যক্রম বা অনিয়ম সংক্রান্ত তথ্য পেলে তা বিএসইসির বাজার গোয়েন্দা বিভাগকে [intel@sec.gov.bd] ই-মেইল করার জন্য অনুরোধ করা হলো।