৭৯ শতাংশ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর)। এদিন ডিএসইর সব ধরনের সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৭৮ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে পাঁচ হাজার ১০৪ কোটি টাকা।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে চলে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ৬৫ দশমিক ১০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৭৩ দশমিক ১৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৮ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া এদিন ডিএস-৩০ সূচক ২২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ দশমিক ৯০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৯৮৯ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৬ হাজার ৯৪ কোটি ১৮ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৩টির ও কমেছে ৩১৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৪২ কোটি ৩৯ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩১ কোটি ১১ লাখ টাকা, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ২০ কোটি ৩৮ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৯ কোটি ৮৬ লাখ টাকা এবং ইজেনারেশনের ১৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।