পতনে সূচক, কমেছে বেশিরভাগ কোম্পানির দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাতশ কোটি টাকার ঘরে চলে এসেছে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে এদিন। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ পয়েন্ট। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম আট মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩২ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার গতি কমে বেচার চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সে উত্থান হয় ১৭ দশমিক ২৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৯২ দশমিক ৩৪ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক সাত দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৭ দশমিক ১২ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৬ হাজার ১০ কোটি ৫১ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৬ হাজার ৬৯১ কোটি ৯৫ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৩টির ও কমেছে ১৮৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচের ২৮ কোটি ৫৬ লাখ টাকা, সামিট এলায়েন্স পোর্টের ২৬ কোটি ৮৬ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৯ কোটি ২০ লাখ টাকা, সোনালী পেপারের ১৮ কোটি ৭৪ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ১৭ কোটি ৭৬ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৯৬ শতাংশ।