সূচক উত্থানেও বেশিরভাগ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ৭০৬ কোটি টাকায় নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। তবে ডিএসইর সব ধরনের সূচকের উত্থান হয়েছে এদিন। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ছয় পয়েন্ট। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার কোটি টাকার বেশি।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম চার মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ার পর কেনার চাপ আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৪৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৫ পয়েন্ট। এরপরে কেনার গতি কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সে উত্থান হয় ছয় দশমিক ৩৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৭৪ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৬ দশমিক ৩৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৫ দশমিক শূন্য চার পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৪ হাজার ৪৪৬ কোটি ১৮ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২২ হাজার ২৯৯ কোটি ৭৫ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৪০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৭টির ও কমেছে ১৯৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি চার লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ২৩ কোটি ৫৩ লাখ টাকা, সামিট এলায়েন্স পোর্টের ২০ কোটি ৬৯ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৬ কোটি ৮৮ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৬ কোটি ৬৪ লাখ টাকা এবং রবি আজিয়াটার ১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ১৪ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রুপালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।