সূচক পতনে লেনদেন মন্দা, মূলধন কমেছে ২৩৮২ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে পাঁচশ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ সোমবার (২২ সেপ্টেম্বর)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৫ পয়েন্ট। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ৩৮২ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় তিন পয়েন্ট। বেলা বাড়ার পর সূচক পতনে ফিরে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৪৪ দশমিক ৭০ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৩৭ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০ দশমিক ২৫ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭১ দশমিক ৫৭ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৮ হাজার ১৬৪ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২০ হাজার ৫৪৭ কোটি ৬০ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৪টির ও কমেছে ৩০৩টির বা ৭৬ দশমিক ৩২ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্টের ২৩ কোটি ৩৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২২ কোটি ৫৯ লাখ টাকা, খান ব্রাদার্সের ২২ কোটি ৩৫ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৫ কোটি ৩১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৩ কোটি ১৪ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৩ কোটি ছয় লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বারাকা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ১৬ শতাংশ।