আইফোন ৫ সি বন্ধ হয়ে যাবে?

আইফোন ৫ সি মডেলটা ছিল অন্য সব আইফোনের থেকে আলাদা। এর অন্যতম কারণ ছিল এটিই একমাত্র আইফোন যেটি বিভিন্ন রঙে পাওয়া যেত। কিন্তু সবশেষ গুজবমতে, এই ফোনটির উৎপাদন বন্ধ করে দিচ্ছে অ্যাপল।
নতুন দুই ‘সদস্যকে’ জায়গা করে দিতে গিয়েই ইতিহাস হতে হচ্ছে আইফোন ৫ সি মডেলটিকে। অ্যাপল এখন ব্যস্ত আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস নিয়ে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এই খবর।
তবে বহাল থাকবে ৫ এস, ৬ এবং ৬ প্লাস মডেলগুলো। প্রতিবেদনে আরো বলা হয়েছে, চার ইঞ্চি স্ক্রিনের আইফোন ৬ সি বাজারে ছাড়ার কথা থাকলেও আপাতত সেটি বাজারে ছাড়বে না অ্যাপল।
এসব কথা যদি সত্যি হয়, তাহলে বাজারে মাত্র পাঁচটি আইফোন থাকবে। আইফোন ৫ এস যাদের মধ্যে সবচেয়ে পুরোনো এবং ৬ এস প্লাস সবচেয়ে নতুন মডেল। পুরোনো হলেও ৫ এস মডেলটি রাখা হচ্ছে যাতে মানুষ অল্প পয়সায় আইফোন কেনার সুযোগটা পায়।
বাজার বিশ্লেষকরা বলছেন, ক্রেতারা অল্প পয়সায় বড় স্ক্রিনের স্মার্টফোন চান। আর তাই আইফোনের নতুন দুই মডেলের স্ক্রিন বেশ বড়ই রাখা হয়েছে। দামের ক্ষেত্রেও কিছুটা ছাড় দিয়েছে আইফোন।
৫ সি মডেলের উৎপাদন বন্ধ করে দেওয়ার ব্যাপারটি অবশ্য প্রত্যাশিত ছিল। কারণ এটি অন্যান্য আইফোন থেকে বেশ পিছিয়ে ছিল। এতে নেই কোনো টাচ আইডি এবং এটি এখনো ৩২-বিট এ ৬ প্রসেসরে চলে। বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় যা অনেক বেশি পুরোনো ধাঁচের।
তবে সবকিছুই এখনো গুজবের পর্যায়ে রয়েছে। অ্যাপলের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। সে জন্য আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সেদিনই অ্যাপলের পক্ষ থেকে নতুন সব ঘোষণা আসবে।