ময়মনসিংহে অবৈধ চিড়িয়াখানা সিলগালা, ১১৪ প্রাণী জব্দ

ময়মনসিংহ নগরের জয়নুল আবেদীন পার্কে অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে বেশ কিছু বন্য প্রাণীসহ ১৯ প্রজাতির ১১৪টি প্রাণী জব্দ করেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে বন্য প্রাণীগুলো জব্দের পর চিড়িয়াখানাটি সিলগালা করে দেওয়া হয়।প্রাণীগুলোর মধ্যে রয়েছে- ২টি ভাল্লুক, ১টি মিঠা পানির কুমির, ১টি বার্মিজ অজগর, ২টি মেছো বিড়াল, ২টি বন বিড়াল, ২টি বক, ২টি মদনটাক পাখি,...