সাবান-পানি দিয়ে ধোয়া যাবে স্মার্টফোন!
প্রতিদিনই আমাদের জামাকাপড় ধুতে হয়। বিছানার চাদর, জানালার পর্দা সবই ধোয়ামোছা করে রাখতে হয়। কিন্তু কখনো সাধের স্মার্টফোন ধুয়ে পরিষ্কার করার কথা চিন্তা করেছেন? এখন চিন্তা করতে পারেন। কারণ, ধুয়ে-মুছে পরিষ্কার করে রাখা যায় এমন স্মার্টফোনই বাজারে আসছে সামনের দিনগুলোতে। অবশ্য এর আগে ‘ওয়াটারপ্রুফ’ বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান এ ধরনের স্মার্টফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এটাই হবে পৃথিবীর প্রথম স্মার্টফোন, যা সাবান-পানি দিয়ে ধোয়া যাবে। আগামী সপ্তাহে জাপানে ছাড়া হবে এই স্মার্টফোন।
ফোনটির নির্মাতা জাপানি টেলিকম প্রতিষ্ঠান কেডিডিআইয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গবেষণার সময় আমরা ৭০০ বার ফোনটি সাবান-পানি দিয়ে ধুয়ে পরীক্ষা করে দেখেছি। আর সে কারণেই আমরা বলতে পারি, সাবান-পানিতে এই ফোনের কোনো ক্ষতি হবে না।’
ফোনটির দাম রাখা হয়েছে ১৭৫ মার্কিন ডলার। যাঁদের বাচ্চাকাচ্চা অনেক বেশি দুষ্টু, সেসব মা-বাবার জন্যই আনা হয়েছে এই স্মার্টফোন। তবে সবকিছুর পরও একটা কিন্তু আছে। যেটা সবার শেষে জানিয়েছেন কেডিডিআইয়ের মুখপাত্র। তিনি বলেছেন, সব সাবান দিয়ে এই স্মার্টফোন ধোয়া যাবে না। এর জন্য আলাদা ধরনের সাবান ব্যবহার করতে হবে। ফোনটির সঙ্গে সেই সাবানও জাপানের বাজারে ছাড়া হবে।’