ফেসবুকের মতো হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম
ধীরে ধীরে ইনস্টাগ্রামের চেহারা ফেসবুকের মতো হয়ে যাচ্ছে। এবার ফিডে পরিবর্তন আনতে যাচ্ছে তারা। ছবি শেয়ারিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের মালিকানা এখন ফেসবুকের হাতেই।
ইনস্টাগ্রামে এখন থেকে প্রয়োজনীয় বিষয়গুলোই আগে দেখাবে। কারণ অ্যাপটিতে এত বেশি ছবি ও ভিডিও জমা হয়ে যায় যে, তা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে। আর ব্যবহারকারীদেরও বিরক্তি বাড়াচ্ছে অপ্রয়োজনীয় এসব ছবি ও ভিডিও।
ইনস্টাগ্রামের ব্লগে এসব নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে। ব্লগপোস্টে বলা হয়েছে, যেসব কনটেন্ট ব্যবহারকারীরা বেশি পছন্দ করেন সেসব ছবি বা ভিডিও থাকবে সামনের দিকে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
আর ব্যবহারকারীদের পছন্দক্রম নির্বাচিত করা হবে তাদের বিভিন্ন পোস্ট ও অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে।
তবে কোনো ছবি বা ভিডিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। ব্যবহারকারীদের সব পোস্টই থাকবে, শুধু তাদের পছন্দ অনুযায়ী ফিড সাজানো হবে নতুন করে।
আর এই নতুন ক্রম সাজাতে মেশিন-লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে ইনস্টাগ্রাম।