শিল্পখাতে ক্যাম্পাস নেটওয়ার্কের ব্যবহার নিয়ে গবেষণা
ওয়াইফাই নিয়ে হতাশ? বিভিন্ন কোম্পানিও মাঝেমধ্যে এমন হতাশার কথা বলে।নিজস্ব নেটওয়ার্ক ও ৫জি এই সমস্যার সমাধান করতে পারে। জার্মানির এক শিল্প পার্কে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে। এই পার্কের এক কোম্পানি জেডডাব্লিউআই টেকনোলজিস প্রযুক্তিটি পরীক্ষা করছে। ওই কোম্পানির কর্মকর্তা প্যাট্রিক ফান বিক বলেন, ‘‘আমরা এখন রিয়েল টাইমে কাজ করতে পারি৷ আগে আমাদের তথ্য সংগ্রহ করে সেগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে তারপর কাজ করতে হত৷ ওটা রিয়েল টাইম ছিল না। এখন আমাদের নিজস্ব নেটওয়ার্ক থাকার কারণে আমরা দ্রুত তথ্য পাঠাতে পারছি। এটাই এই প্রযুক্তির সুবিধা।’’
নিজস্ব ৫জি নেটওয়ার্ক ও তার নিজস্ব রেডিও ফ্রিকোয়েন্সির জন্য কারখানার কাজে পরিবর্তন এসেছে। এটি ওয়াইফাই এর চেয়ে বেশি নিরাপদ। আর ১০ গুণ পর্যন্ত দ্রুতগতিরও। বড় ক্রেতাদের নিজস্ব সলিউশন ডেভেলপ করতে সহায়তা করে ৫জি। অনেক বেশি তথ্য পাঠানোর কৌশল ঠিক করতে ডিজাইন ইঞ্জিনিয়ার আর প্রোগ্রামারেরা একসঙ্গে কাজ করেন। ৫জির সম্ভাব্য অ্যাপ্লিকেশনের মধ্যে আছে মেশিন-টু-মেশিন যোগাযোগ, রোবটের মধ্যে যোগাযোগ এবং অগমেন্টেড রিয়েলিটি দিয়ে মেশিন নিয়ন্ত্রণ।
জেডডাব্লিউআই কোম্পানিতে ৫জির সুবিধা পেতে বিশেষ কন্ট্রোল মডিউল তৈরি করা হয়েছে। এটা তার প্রোটোটাইপ৷। প্যাট্রিক ফান বিক বলেন, ‘‘এটা একটা মিনি কম্পিউটার যেটা সব ডাটা প্রসেস করে। এটা ৫জি রিসিভার-ট্রান্সমিটার মডিউল, যেটা সেলগুলোর মধ্যে যোগাযোগ সম্ভব করে। ৫জি সেটআপ যেটা সাধারণত স্মার্টফোনে দেখা যায়, সেটা এখানে এই সার্কিট বোর্ডে আছে।’’
নিয়মিত বিরতিতে অ্যাপ্লিকেশনের কাজ মূল্যায়ন করা হয়। ফ্রাউনহোফার ইনস্টিটিউটের গবেষকেরা এতে অংশ নেন। তারা তাদের গবেষণার ফল প্রকাশ করবেন যেন জার্মানির অন্যান্য কোম্পানি তা থেকে উপকৃত হয় এবং ৫জি প্রযুক্তি ব্যবহার শুরু করে।
ফ্রাউনহোফার ইনস্টিটিউটের মাটিয়াস ক্রেচমার বলেন, ‘‘৫জি বা মোবাইল নেটওয়ার্কের মূল সুবিধা হলো, আপনি আপনার নিজস্ব রেডিও লাইসেন্স ও একটি নিজস্ব ফ্রিকোয়েন্সি ব্যান্ড পেতে পারেন। আপনাকে আপনার ৫জি সেট আপ শেয়ার করতে হবে না এবং অন্য কেউও এতে বাধা তৈরি করতে পারবে না। সে কারণে আমরা টেইলরড সলিউশন দিতে পারি ও ব্যান্ডউইথের নিশ্চয়তা দিতে পারি। ওয়াইফাই ততক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য যতক্ষণ পর্যন্ত না কেউ এতে বাধা তৈরি করে। অর্থাৎ কোনো নিশ্চয়তা নেই৷ আর যেভাবে ওয়াইফাই এর লাইসেন্স দেয়া হয় তাতে কখনই নিশ্চয়তা দেওয়া যাবে না ৷ যেসব কোম্পানির কাজে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের ক্ষেত্রে ৫জি খুব গুরুত্বপূর্ণ।’’
ক্যাম্পাস নেটওয়ার্কে ৫জির কিছু সুবিধার মধ্যে আছে ডাটা প্রেরণের উচ্চগতি, হ্যাকারদের থেকে সুরক্ষার ভালো ব্যবস্থা, অনেকগুলো ডিভাইসকে যুক্ত করার সুবিধা ও ভার্চুয়ালাইজেশন। জার্মানির শিল্প পার্কে ফেরা যাক ৷ জেডডাব্লিউআই ছাড়াও কুরারাই কেমিক্যাল কোম্পানি তাদের নিজস্ব ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন করেছে। দূর থেকে রক্ষণাবেক্ষণ কাজে তারা ডিজিটাল টুইন নামের সফটওয়্যার টুলও ব্যবহার করছে। অন্যান্য কোম্পানিও এই টুলের প্রতি আগ্রহী হচ্ছে।
মাটিয়াস ক্রেচমার বলেন, ‘‘আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করছি সেগুলো সম্পর্কে বিভিন্ন কোম্পানির কাছ থেকে যে ফিডব্যাক পাচ্ছি তা বেশ আশাব্যঞ্জক।’’
ভবিষ্যতে উৎপাদন ও যোগাযোগ খাতে ৫জি অনেক বড় প্রভাব রাখবে। তবে গবেষকরা বলছেন, এটা হাসপাতাল, জরুরি সেবা, দমকল ও বিদ্যুৎ কোম্পানির জন্যও সহায়ক হবে।