গাইবান্ধায় আদিবাসী যুব সাংস্কৃতিক উৎসব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/14/gaibandha_santal.jpg)
গাইবান্ধায় বেসরকারি সংগঠন অবলম্বন ও জনউদ্যোগের যৌথ আয়োজনে আজ শনিবার যুব ও সাংস্কৃতিক উৎসবে নাচ ও গান পরিবেশন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠির নারীরা। ছবি : ফোকাস বাংলা
গাইবান্ধায় বেসরকারি সংগঠন অবলম্বন ও জনউদ্যোগ যৌথভাবে যুব ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সাখাওয়াত হোসেন মুক্তমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাশ্বত ভট্টাচার্য, সিরাজুল ইসলাম বাবু, সম্পা দেবসহ অন্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠি সাঁওতাল সম্প্রদায়ের নারীরা নাচ ও গান পরিবেশন করেন।