বইমেলায় আসছে প্রিয়ার ‘গগন জ্বালানো মেয়ে’

ছোটপর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়া আমান। কাজ করেছেন চলচ্চিত্রেও। নতুন খবর হচ্ছে, এ অভিনেত্রী এবারের অমর একুশে গ্রন্থমেলায় কবিতার বই নিয়ে হাজির হচ্ছেন। নাম ‘গগন জ্বালানো মেয়ে’। বইটি বাজারে আনছে জাগৃতি প্রকাশনী।
এর মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী প্রিয়া আমান। অভিনেত্রী হিসেবে উঠে এলেও লেখালেখির অভ্যাসটা আগে থেকেই ছিল প্রিয়া আমানের।
প্রিয়া আমান বলেন, “অমর একুশে গ্রন্থমেলায় ‘গগন জ্বালানো মেয়ে’ নামের একটি কবিতার বই প্রকাশ পাচ্ছে। এবারই প্রথম বই প্রকাশ হতে যাচ্ছে আমার। ভালো লাগার কথা বলে বোঝাতে পারব না। বইমেলার প্রথম দিন থেকেই ৩৭৩, ৭৪ ও ৭৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। বিষয়টি সত্যিই ভালোলাগার। আমার বিশ্বাস, পাঠক আমার প্রথম বই পছন্দ করবেন।’
প্রিয়া আমান নাটকের পাশাপাশি একাধিক টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। শফিক তুহিনের ‘পাগলামি’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচিত হন প্রিয়া আমান। অভিনয় ও উপস্থাপনায় সফলতা লাভ করার পর তিনি চলচ্চিত্রে পথচলা শুরু করেন ‘অদৃশ্য শত্রু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে।
মিডিয়ায় প্রিয়া আমানের যাত্রা শুরু হয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা তন্ময় তানসেনের হাত ধরে। প্রিয়া আমানের বান্ধবীর বড় ভাই সূত্রে তাঁর পরিচালিত নাটক ‘অতঃপর প্রেম তারপর ভালোবাসা’-তে অভিনয় করার মাধ্যমে ছোটপর্দায় উপস্থিত হন প্রিয়া আমান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য নাটক হলো ‘যে কেউ না তার সাথে’, ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, ‘কামিনী’, ‘আড়ালে অন্তরালে’, ‘শার্লক হোমস’, ‘অতঃপর প্রেম, তারপর ভালোবাসা’।