নতুন বই
বইমেলায় রণজিৎ সরকারের পাঁচ বই

এবারের বইমেলায় লেখক রণজিৎ সরকারের শিশু ও কিশোরদের জন্য চারটি ও বড়দের একটি বই প্রকাশিত হয়েছে। বইগুলোর নাম ‘গল্পে গল্পে জাতীয় চার নেতা’, ‘ফার্স্ট গার্লের সেলফি কাণ্ড’, ‘সুস্মিতা নিয়মিত স্কুলে যায়’, ‘পরীর সাথে দেশ ঘুরি’ ও ‘ক্যাম্পাসের প্রিয়তমা’। বইগুলো প্রকাশ করেছে ‘শব্দশৈলী’, ‘রূপপ্রকাশন’, ‘শিশুরাজ্য প্রকাশন’ ও ‘বাবুই’।
বইগুলো প্রসঙ্গে রণজিৎ সরকার বলেন, “জাতীয় চার নেতার বইটা আসলে তাদের জীবনী ভিত্তিক গল্প। শিশু-কিশোরদের উপযোগী করে লেখা হয়েছে। শিশুরা পড়লে চার নেতার জীবন আদর্শ ও বিভিন্ন তথ্য জানতে পারবে।
‘ফার্স্ট গার্লের সেলফি কাণ্ড’ মজাদার একটা কিশোর উপন্যাস। সেলফি নিয়ে মজার মজার ঘটনা ঘটে। সেলফি সম্পর্কে অনেকে কিছু জানার বিষয় এই উপন্যাসে আছে ।
‘সুস্মিতা নিয়মিত স্কুলে যায়’ বইটা শিক্ষামূলক গল্পের বই। আর বড়দের জন্য ‘ক্যাম্পাসের প্রিয়তমা’ বইটি লিখেছি। ”
রণজিৎ সরকার পেশায় একজন সাংবাদিক। নিয়মিত গল্প ও উপন্যাস লিখছেন তিনি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা গল্প ও উপন্যাস সবমিলিয়ে ৩২টি।