নবজাতকের যত্নে নতুন বই

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর সফল চিকিৎসা করে সাড়াজাগানো চিকিৎসক অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা ও আরেকজন কৃতী লেখক ডা. আবু সাঈদ শিমুলের যৌথ সম্পাদনায় এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘নবজাতকের যত্ন’ বইটি। বইটি পড়লে সদ্য ভূমিষ্ট শিশুর যত্ন নিয়ে সবকিছুই জানা যাবে। সেইসঙ্গে প্রচলিত অনেক ভুল ধারণাও ভেঙে যাবে।
বইটি প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘আমাদের দেশে নবজাতকের জন্ম গ্রামে বেশি হয়। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পাঁচ বছরের কম বয়সী শিশু বেশি মারা যায়। এর মধ্যে আবার নবজাতকের মৃত্যু বেশি হয়। এই মৃত্যু সাধারণত গ্রামে বেশি হয়। গ্রামে যেসব মা থাকেন, তাঁদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। এসব কারণে সাধারণত নবজাতকের মৃত্যু বেশি হয়। শিশু জন্মের পর কোনটি করা সঠিক, কোনটি সঠিক নয়, এ বিষয়টি অনেকে ভালোমতো জানেন না। তাঁদের কাছে যেন নবজাতক পালনের বার্তা পৌঁছে দিতে পারি, এ জন্য বইটি প্রকাশ করা। এতে হয়তো পরিবারের লোকেরা কিছুটা হলেও সচেতন হতে পারবেন।’
বইটি নিয়ে ডা. আবু সাঈদ শিমুল বলেন, ‘আমার স্বাস্থ্যবিষয়ক লেখালেখি নিয়ে কিছু অভিজ্ঞতা আছে, সেইসঙ্গে স্যারের (আবিদ হোসেন মোল্লা) জ্ঞানকে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বইটি প্রকাশ করা।’
নবজাতকের জন্মের পর থেকে শুরু করে এক মাস পর্যন্ত যত্নের নানা খুঁটিনাটি বিষয় বইটিতে আছে জানিয়ে তিনি বলেন, ‘বাচ্চাদের কোলে কীভাবে নিতে হবে, তাদের গোসল কীভাবে করাতে হবে ইত্যাদি সাধারণ সমস্যা থেকে শুরু করে নবজাতক যত্ন নিয়ে বিভিন্ন বিষয় বইটি লেখা হয়েছে।’
ছোটদের বই প্রকাশনীর এই বইটির মূল্য ২০০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলার ৫৪৫ নম্বর স্টলে। এ ছাড়া পাওয়া যাবে দেশের সব সম্ভ্রান্ত বইয়ের দোকানে। পাশাপাশি রকমারি থেকে অনলাইনেও অর্ডার করতে পারেন।