ফের বেরোল মাহমুদুর রহমান মান্নার উপন্যাস

অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার লেখা উপন্যাস ‘বিপ্রতীপ’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো আজ শুক্রবার।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৭৭ সালে চট্টগ্রাম কারাগারে থাকা অবস্থায় এই উপন্যাসটি লেখা শুরু করেন মাহমুদুর রহমান মান্না। ১৯৮৮ সালে প্রথম প্রকাশের পর দ্বিতীয়বারের মতো এখন আবার প্রকাশিত হলো। সমাজের অধিকারবঞ্চিত মানুষের কথা নিয়ে রচিত এটি একটি সামাজিক উপন্যাস। প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।