প্রণব মুখার্জিকে কবি গুণের বই উপহার

একাধিক অনুষ্ঠানে যোগ দিতে ১৪ জানুয়ারি বাংলাদেশে আসেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বর্ষীয়ান এই রাজনীতিকের সম্মানে ১৭ জানুয়ারি বঙ্গভবনে আয়োজন করা হয় এক নৈশভোজের। সেখানে নিজের রচনাবলির কয়েকটি খণ্ড কবি নির্মলেন্দু গুণ তুলে দেন প্রণব মুখার্জির হাতে। আর এতে সহযোগিতা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মলেন্দু গুণ নিজের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে আরো জানান, রচনাবলির একটি খণ্ড তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকেও উপহার দেন। এর সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি। নিচে কবি গুণের স্ট্যাটাসটি দেওয়া হলো :
“আমার রচনাবলির অঘোষিত প্রকাশনা অনুষ্ঠান
আমার রচনাবলির চতুর্থ খণ্ডটি ভারতের সদ্যবিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে উপহার দিলাম। বঙ্গভবনের নৈশভোজে সেদিন (১৭ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত হন। কিন্তু তিনি যে ওই নৈশভোজে থাকবেন, তা আমার জানা ছিল না বলে তাঁর জন্য কোনো বই নিয়ে যাইনি। অথচ তাঁর সাহায্য নিয়েই মুখার্জির সঙ্গে পরিচিত হওয়া এবং তাঁর হাতে আমার রচনাবলির চতুর্থ খণ্ডটি তুলে দেওয়া সম্ভব হয়েছে।
আমাদের রাষ্ট্রপতিকে দিলাম আমার রচনাবলির তৃতীয় খণ্ডটি। প্রধানমন্ত্রী বললেন, আমার কপি কই?
আমি বললাম, আপনি যে আসবেন, তা বুঝতে পারিনি।
আমার রচনাবলির সব খণ্ড অচিরেই আপনার কার্যালয়ে পৌঁছে দেবো। আপাতত আমাকে মিস্টার মুখার্জির সঙ্গে পরিচয় করিয়ে দিন। এসএসএফের লোকেরা কাউকে তাঁর কাছে যেতে দিচ্ছে না। কিছু উপহার দেওয়া তো দূরের কথা।
অগত্যা তিনি বাংলাদেশের একজন অগ্রগণ্য কবি হিসেবে মি. মুখার্জির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে রাজি হলেন।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
আমার বইটি এখনো বাজারে যায়নি, আসন্ন একুশের বইমেলায় একসঙ্গে আমার রচনাবলির পাঁচ খণ্ড বিক্রির জন্য ছাড়া হবে। তার আগেই ভারতের সাবেক এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির হাতে আমার রচনাবলির দুটি খণ্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে বইটির একটি অঘোষিত প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল।
যাঁরা বিনামূল্যে কবির বই উপহার পেলেন, তাঁরা ভাগ্যবান।
যিনি উপমহাদেশের দুজন বিশিষ্ট বাঙালি রাজনীতিকের হাতে তাঁর বই তুলে দিতে পারলেন, তিনিও ভাগ্যবান বটে।
********
ছবি : মহামান্য রাষ্ট্রপতির ফটোগ্রাফার তপুকে ধন্যবাদ ওই রাতের মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রেখে আমাকে উপহার দেওয়ার জন্য। নয়াগাঁও ২০/০১/১৮”