বইমেলায় ৭ তরুণের প্রথম বই

অমর একুশে বইমেলা '১৮ শুরু হতে যাচ্ছে। লেখক, প্রকাশকসহ বইয়ের সঙ্গে যুক্ত মানুষের ব্যস্ততা বেড়ে গেছে। প্রতিবারই বইমেলায় প্রকাশিত হয় অনেক তরুণের প্রথম বই। প্রথম বইকে ঘিরে থাকে তাঁদের নানা স্বপ্ন। এবারও অনেকেরই প্রথম বই প্রকাশিত হচ্ছে এই মেলায়ও।
রুদ্ধ প্রলাপ
তরুণ কবি মিশির হাবিবের প্রথম বই 'রুদ্ধ প্রলাপ'। এটি একটি কাব্যগ্রন্থ। বর্তমান সময়ে দুর্দান্ত কবিতা লিখছেন তিনি। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান, প্রকাশক জেব্রাক্রসিং প্রকাশনী।
সিন্স ৫২
ইনফরমেশন টেকনোলজির ছাত্র নাজমুল আকাশ। বিজ্ঞান নিয়ে পড়াশোনা, আগ্রহ। তাঁর প্রথম গ্রন্থ 'সিন্স ৫২' আসছে এবারের বইমেলায়। এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত, প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
ব্যথিতরা কেবল রাতের প্রেমেই পড়ে
তরুণ কবি মুগ্ধ মুহাম্মদ এহতেশামুলের প্রথম কাব্যগ্রন্থ 'ব্যথিতরা কেবল রাতের প্রেমেই পড়ে'। প্রথম কাব্যগ্রন্থেই রেখেছেন নিজের অসাধারণ কাব্যপ্রতিভার চিহ্ন। বইটির প্রচ্ছদ করেছেন সাইয়্যেদ মুহাম্মদ তাইয়্যেব। বইটি প্রকাশ করেছে জেব্রাক্রসিং প্রকাশনী।
জলজ জবা
জলজ জবা কবি সাইমুম সাঈদের প্রথম বই। এটি একটি কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছে বিস্কুট ফ্যাক্টরি, প্রকাশ করেছে জেব্রাক্রসিং প্রকাশনী।
অযাতিত নির্বাসন
'অযাচিত নির্বাসন' তরুণ কবি খালিদ হাসান তুষারের প্রথম বই। এটি একটি কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
লাইফ ইজ ভেরি ইজি
'লাইফ ইজ ভেরি ইজি' একটি মোটিভেশনাল বই। মোটিভেশনাল স্পিকার মোশাহেদ হাসান সীমান্তের প্রথম বই এটি। প্রকাশ করেছে বর্ণ প্রকাশন।
যতদূর ত্রাহি ত্রাহি
কবি আসমাউল বিশ্বাস, কবিতা লিখছেন অনেক দিন ধরেই। এবার বইমেলায় আসছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'যতদূর ত্রাহি ত্রাহি'। বইটির প্রচ্ছদ করেছেন সাদাত আহমেদ, প্রকাশ করেছে সাহিত্য দেশ প্রকাশনী।