মেলা কথা
‘আব্বু আমাকে পাঁচটা বই কিনে দিয়েছে’

অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহর ছিল আজ শুক্রবার। মেলার প্রথম ছুটির দিনে আজ প্রথম পর্ব শিশুপ্রহর চলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শিশুপ্রহরে ছিল শিশুদের ভিড়। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় এবং তাদের পছন্দের বই খুঁজে নেয়। শিশুরা অভিভাবকদের সঙ্গে বই কিনেছে আনন্দ নিয়ে। সিসিমপুর স্টলে শিশুদের ভিড় সবচেয়ে বেশি দেখা গেছে।
শিশুদের মেধা ও মানসিকতা বিকাশ এবং সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অমর একুশে বইমেলায় প্রতিবছর এ শিশুপ্রহরের আয়োজন করা হয়। বই ছাড়াও শিশুদের জন্য এ প্রহরে রাখা হয় নানা আয়োজন।
আজিমপুর থেকে আসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত এনটিভি অনলাইনকে বলে, ‘এবারই প্রথম বইমেলায় আসা। আব্বু আমাকে পাঁচটা বই কিনে দিয়েছে। এই বইগুলো পড়ে শেষ করে আবার অনেকগুলো বই কিনব।’
রিফাতের বাবা মোহাম্মদ ফাহাদ আহমেদ বলেন, ‘অনেক দিন ছেলেটাকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তাই এখানে আসা। এ আয়োজন শিশুদের বইয়ের প্রতি ভালোবাসা বাড়াবে।’
শিশু চত্বরের টোনাটুনি স্টলের ম্যানেজার মোহাম্মদ বাদল এনটিভি অনলাইনকে বলেন, ‘সকাল থেকেই ছোট্ট বাবুরা আব্বু-আম্মুর সঙ্গে বইমেলায় আসছে। গল্পের বই, কার্টুনের বই বিক্রি হচ্ছে। ছুটির দিন হিসেবে যতটা ভিড় থাকার কথা, ততটা নেই। আশা করছি, অন্য বছরের তুলনায় এবার মেলা বেশি জমজমাট হবে।’
বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে।