বইমেলার তিন নতুন বই

বুদ্ধের হৃদয়
এবারের একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই প্রকাশ হচ্ছে নতুন নতুন বই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান অনূদিত ‘বুদ্ধের হৃদয়’। বইটির ভূমিকা লিখেছেন সলিমুল্লাহ খান।
ভূমিকায় সলিমুল্লাহ খান বইটি সম্পর্কে বলেন, “আমার বন্ধু আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান ‘বুদ্ধের হৃদয়’ নাম দিয়া কতকগুলি সহৃদয় হৃদয়নিঃসৃত বুদ্ধবচন এক জায়গায় করিয়াছেন। তাঁহার দাবি যদি অসত্য না হয়, তবে এইগুলি ইংরেজি হইতে তর্জমা করিয়াছেন তিনি। ইহাদের কতটা ইতিহাস সমর্থিত আর কতটাই বা হৃদয় হইতে নিঃসৃত তাহা বিচার করিবার মতন বিদ্যা কিংবা অনুসন্ধান করিবার মতন অবসর আমার হয় নাই। এই সুসমাচার তিনি ভালবাসিয়া তর্জমা করিয়াছেন। ইহাই আসল।”
মধুপোক ও আগামী প্রকাশনীর যৌথ উদ্যোগে প্রকাশিত বইটির পৃষ্ঠা সংখ্যা ১৩৫। দাম ধরা হয়েছে ২০০ টাকা (শোভন) ও ১০০ টাকা (সুলভ)। বইমেলাতে আগামী প্রকাশনীর ১০ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
রোদ পড়েছে ডানায়
ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘রোদ পড়েছে ডানায়’ প্রকাশ করেছে সাহিত্যদেশ।
উপন্যাসের পটভূমি সম্পর্কে ইমন চৌধুরী বলেন, ‘এই উপমহাদেশে দেশভাগ এবং ধর্মীয় দাঙ্গা একটি উল্লেখযোগ্য ঘটনা। বহু মানুষকে শিকড় বিচ্ছিন্ন করে দিয়েছে এই দেশভাগ। সেই উত্তাল সময়ে কলকাতা থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া এক মুসলিম যুবকের টিকে থাকার সংগ্রাম এই উপন্যাসের মূল পটভূমি। ধীরে ধীরে এই দেশটিও তার হয়ে ওঠে। তারও পরিবার হয়। বেড়ে ওঠে দ্বিতীয় প্রজন্ম’।
দ্বিতীয় প্রজন্ম একসময় এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠে। তাদের ক্যারিয়ার, প্রেম এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগুতে থাকে কাহিনী। সবমিলিয়ে আশা করি পাঠকদের ভালো লাগবে উপন্যাসটি।'
বইটির প্রচ্ছদ করেছেন তরুণ প্রচ্ছদশিল্পী সোহানুর রহমান অনন্ত। মূল্য ১৫০ টাকা।
সুন্দর ক্যারিয়ার গড়তে হলে
অনন্যা প্রকাশনী থেকে বেরিয়েছে ক্যারিয়ার বিষয়ক নতুন বই ‘সুন্দর ক্যারিয়ার গড়তে হলে’। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সাংবাদিক আহমেদ শরীফের লেখা এই বইতে ইন্টারনেট ভিত্তিক ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরা হয়েছে।
চাকরি সন্ধানী তরুণ প্রজন্ম বইটি থেকে ভালো নির্দেশনা পাবেন বলে মনে করেন লেখক শরীফ। তিনি বলেন, ‘নির্দেশনার পাশাপাশি নতুন চাকরি পাওয়া লোকেরা কিভাবে অফিসে মানিয়ে চলবেন সেসব টিপসও আছে বইটিতে। মোট ৫ টি সেগমেন্ট-চাকরী খোঁজা,জীবন বৃত্তান্ত ও কভার লেটার লেখা, ইন্টারভিউ, বেতন নিয়ে কথা, অফিসে করণীয়- আছে বইটিতে। পৃথক সব আর্টিকেলে সাজানো প্রতিটি সেগমেন্ট থেকে পাঠক জানতে পারবেন ক্যারিয়ার গড়ার এ টু জেড সম্পর্কে।’