বইমেলার চার নতুন বই

আতঙ্কের পৃথিবীতে এক চক্কর
এবারের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার ও প্রাবন্ধিক মিলু শামসের প্রথম গ্রন্থ ‘আতঙ্কের পৃথিবীতে এক চক্কর’। গ্রন্থটিতে বিভিন্ন সময়ে লেখা সাহিত্য, সমাজ, রাজনীতি, দর্শন, অর্থনীতি, ইতিহাস নিয়ে ৩২টি গদ্য স্থান পেয়েছে।
গ্রন্থটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কামরুল আহসান। ১২৮ পৃষ্ঠার এ বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। স্টল নম্বর ৩২৩, ৩২৪, ৩২৫।
শান্তনু চৌধুরীর তিন বই
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে শান্তনু চৌধুরীর তিনটি বই। এগুলো হলো ‘টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ ও সম্পাদনা’। বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন।
প্যাভিলিয়ন নম্বর ৯, দাম ২৪০ টাকা। প্রচ্ছদ মোস্তাফিজ কারিগর। প্রেম ও প্রেমহীনতার উপন্যাস ‘রসিকা’ প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। প্যাভিলিয়ন নম্বর ৬। দাম ২৫০ টাকা। প্রচ্ছদ নিয়াজ চৌধুরী তুলি। মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নিয়ে উপন্যাস ‘সূর্যোদয়ের আগে’ প্রকাশ করেছে বেহুলা বাংলা। স্টল নম্বর ১৭৩-১৭৪। দাম ১৬৪ টাকা। প্রচ্ছদ আবু হাসান। সব প্রকাশনা সোহরাওয়ার্দী উদ্যানে।