মেলায় নতুন চার বই

সুমন্ত গুপ্তের সাফল্যের গল্পগাথা
পিছিয়ে থাকার সময় অনেক আগেই শেষ হয়েছে। তাই তো আমাদের তরুণ-তরুণীরা আজ সাফল্যের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। নাম উজ্জ্বল করছে আমাদের দেশের। আর এই এগিয়ে যাওয়ার মধ্যে রয়েছে অনেক শ্রমের গল্প। এই তারুণ্য বহন করে প্রবল প্রাণশক্তি, যা অফুরন্ত সম্ভাবনা ও বর্ণিল স্বপ্ন দ্বারা উজ্জীবিত থাকে। একটি স্ফুলিঙ্গ তারুণ্যকে উদ্দীপ্ত শিখায় পরিণত করতে পারে, যা হয়ে উঠতে পারে নক্ষত্রের মতো সমুজ্জ্বল। সেই তরুণদের সাফল্য গাথা নিয়ে সুমন্ত গুপ্ত জাতীয় দৈনিকগুলোতে লিখছেন নিয়মিতভাবে। সেইসব লেখনী থেকে বাছাই করে করে প্রকাশ করা হয়েছে সাফল্যের গল্পগাথা। এবারের বইমেলায় নাগরী প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইমেলায় নাগরী প্রকাশনীর ৩০৮ নাম্বার স্টলে পাওয়া যাবে বইটি।
তামান্না সেতুর নতুন তিন বই
এবারের অমর একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে তামান্না সেতুর তিনটি বই। বই তিনটি হলো ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘মা আর আমি স্বপ্ন দেখি’ এবং ‘সে রাতে আমিও মেঘ হয়েছিলাম’।
বইগুলো প্রকাশ করেছে পাললিক সৌরভ। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নম্বর ৩০০।
‘আমার মুক্তি আলোয় আলোয়’ বইটির বিষয় বয়ঃসন্ধিকালীন শিশু-কিশোরদের সঙ্গে অভিভাবকদের আচরণ কেমন হওয়া উচিত, সে বিষয়ে। বইটির ভূমিকা লিখেছেন পূরবী বসু, প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান শোয়েব, মূল্য ২৪০ টাকা।
‘মা আর আমি স্বপ্ন দেখি’ শিশুতোষ গল্পের বই। কর্মজীবী মায়েদের সঙ্গে সন্তানদের যে দূরত্ব তৈরি হয়, তা ঘোচাতে পারস্পরিক বোঝাপড়ার গল্পটি শিশুর মতো সরল ভাষায় লেখা হয়েছে। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শামীম আরেফীন। বইটির মূল্য ১৫০ টাকা।
ভিন্ন স্বাদের ১২টি ছোট গল্পের সংকলন ‘সে রাতে আমিও মেঘ হয়েছিলাম’। বইটির প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন। মূল্য ২৫০ টাকা।
এ ছাড়া তামান্না সেতুর আগে প্রকাশিত ‘ভবিষ্যতের জন্য’ এবং ‘জন্মদিনের উপহার’ বই দুটিও পাওয়া যাচ্ছে পাললিক সৌরভের স্টলে।