বইমেলায় মাইদুর রহমান রুবেলের ৩ বই

এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রতিশ্রুতিশীল লেখক মাইদুর রহমান রুবেলের তিনটি বই প্রকাশিত হয়েছে। সম্পূর্ন ভিন্ন মেজাজের বই তিনটি সব বয়সী পাঠকের কথা বিবেচনা করে লিখেছেন বলে জানান রুবেল।
তাঁর লেখা ছোটদের বই ‘দুষ্টু ভূতের কাণ্ড’ বইটি প্রকাশ করছে ইতি প্রকাশন। শিশুতোষ বইটির প্রচ্ছদ করেছেন রিদোয়ান শাহেদি। গল্পগুলোর শিরোনাম ঠিক করা হয়েছে- ভূতের কবলে পরী, অদ্ভুত এক বদ ভূত, চশমা, বিজ্ঞানী ভূত, দুষ্টু ক্যাপ্টেন, এই বইটা ভূতের, ফাস্ট বয়, ভূতের পাঠশালা, ভূত দাদু, ভূতের গলির ভূত, দুষ্টু ভূতের কাণ্ড । প্রতিটি গল্পের প্রেক্ষাপট কোমলমতি শিশুতের কথা বিবেচনায় রেখে লিখেছেন তিনি। গল্পগুলো পড়ে শিশুরা যেমন পুলকিত হবে তেমনি গল্পগুলিতে থাকছে শিক্ষনীয় বার্তা।
বড়দের জন্য প্রকাশিত হয়েছে ছোটগল্প সংকলন ‘কন্যারাশি’। বইটি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন। প্রচ্ছদ করেছেন আক্কাস খান। মানব মনের নানা টানাপড়েন, দ্বন্দ-সংঘাত, প্রেম-বিরহ সহ সমাজ ব্যবস্থার নানা অসংগতি উঠে এসেছে গল্পগুলোতে। মানব মনের গতিপ্রকৃতি আর বিভিন্ন রসায়নের সংমিশ্রনে তৈরি হয়েছে এসব গল্পের পটভূমি। শব্দচয়ন এবং গুল্পের নিখুত বুনন মুগ্ধ করবে পাঠকদের। কোন গল্প পড়ে হাসবে কোন গল্প পড়ে চোখের কোনে অজান্তেই জল চলে আসবে। কোন গল্পে হারিয়ে যাবে অতীতের আবেগময় জীবনে। গল্পের শিরোনামগুলো হলো ভালোবাসার কাছে আসা, যন্ত্রণা সমগ্র, বডি-স্প্রে, বেদনা বিলাস, কন্যারাশি, ঈশ্বরের কাছে খোলা চিঠি, কবজ, ম্যারেজ র্কাড, সানগ্লাস, টানাপড়েন, অ-পদার্থ বিজ্ঞান ও বিবর্ন জীবন।
কিশোরদের জন্য প্রকাশিত হয়েছে সম্পাদিত বই ‘সায়েন্সফিকশন এক্সক্লুসিভ’। বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন সঞ্জীব রায়। দেশি-বিদেশি, নবীন-প্রবীন লেখকদের মেলবন্ধন ঘটেছে এই বইটিতে।
পেশায় সাংবাদিক মাইদুর রহমান রুবেল অবসর সময়ে করেন লেখালেখি । তাঁর গল্পে তৈরি হয়েছে নাটক বডি-স্প্রে। লেখকের উল্লেখযোগ বইগুলো হলো ‘ টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা’, ‘ ভূতের রাজ্য’, ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ইত্যাদি। সম্পাদিত বই ‘হন্টেড এক্সক্লুসিভ’। নিয়মিত সম্পাদনা করেন সাহিত্য বিষয়ক পত্রিকা কালস্রোত ভূত বিষয়ক পত্রিকা ভূত ডট কম।