স্বকৃত নোমানের নতুন বই

এবারের বইমেলায় কথাসাহিত্যিক স্বকৃত নোমানের একটি নতুন গল্পের বই, উপন্যাসবিষয়ক একটি মুক্তগদ্যের বইসহ আরো তিনটি উপন্যাসের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। গল্পের বই ‘ইবিকাসের বংশধর’ প্রকাশিত হয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে। আলোঘর প্রকাশনী থেকে গদ্যের বই ‘উপন্যাসের পথে’। এ ছাড়া বিদ্যাপ্রকাশ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে উপন্যাস ‘বেগানা’, ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে কালি ও কলম পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘রাজনটী’ এবং জাগৃতি প্রকাশনী থেকে ব্র্যাক ব্যাংক-সমকাল ও এক্সিম ব্যাংক-অন্যদিন পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘কালকেউটের সুখ’-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।
স্বকৃত নোমান জানান, ইবিকাসের বংশধর তাঁর তৃতীয় গল্পের বই। ইবিকাসের বংশধর গল্পটি বইয়ের নাম গল্প। গত দুই বছরে লেখা মোট ১৬টি গল্পের সংকলন এটি। লেখক বলেন, ‘নিজের গল্প সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে কঠিন। হয়তো সব গল্পকারের পক্ষেই কঠিন। সংক্ষেপে শুধু এটকু বলি, অতীতে যে দুটি গল্পের বই প্রকাশিত হয়েছে, সে দুটির ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নিজেকে আমি অতিক্রম করার চেষ্টা করেছি। লেখকজীবনে আমি মোট ৪৪টি গল্প লিখেছি। ৪৪টি গল্প থেকে যদি আমাকে শ্রেষ্ঠ ১০টি গল্প নির্বাচন করতে বলা হয়, তাহলে বেশিরভাগ গল্পই নিতে হবে ইবিকাসের বংশধর থেকে।’
বইটি সম্পর্কে কলকাতার প্রখ্যাত কথাসাহিত্যিক অমর মিত্র লিখেছেন, ‘স্বকৃত নোমানের গল্প বাংলাদেশের গল্প। এক একটি গল্প বাংলাদেশের হৃদয়কে ছুঁয়েছে। গ্রাম, নদী, বাঁওড়, দিঘি, গাছগাছালি, বন-বাদাড়, বান-বন্যা, অনাবৃষ্টি নিয়ে বাস করা দরিদ্র মানুষের জীবনের রূপকার স্বকৃত। নিম্নবর্গের মানুষ স্বকৃত নোমানের গল্পের মানুষ। তাঁদের কথা লিখতে লিখতে স্বকৃত যেন বাংলাদেশের আত্মাকে দেখিয়ে দেন। তাঁর গল্পের মানুষ ক্ষুধার্ত বাংলার মানুষ। সমস্ত জীবন কাটায় যেন ক্ষুধা নিবৃত্তির জন্য। স্বকৃতর গল্পের মানুষ ভাত আর মাংসের কথা ভাবে। স্বপ্ন দেখে। তবুও তাদের এক জীবন-দর্শন আছে। তা তাদের জীবন এবং জন্ম থেকে উপলব্ধ। জীবন আর ধর্মের নিগড় দুই যে মেলে না, তা স্বকৃতর গল্প আমাদের দেখিয়ে দেয়। এই গ্রন্থে আছে যে ক্ষিদরের গল্প (বাঙাল), তা আমাদের সাহিত্যের সম্পদ। কী অনায়াসে ক্ষিদর অগ্রাহ্য করে বড়হুজুর, মোল্লার ফতোয়া, সতর্কতা। নদীর ওপারে মৌলভি যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, তা নদীর ওপারেই রেখে আসে ক্ষিদর। তাকে খেটে খেতে হয়। তার নিজস্ব জীবনে অনধিকার প্রবেশ করা সহজ নয়। স্বকৃত নোমানের লেখায় যে দার্শনিকতা আছে, তাই-ই তাঁকে বিশিষ্ট করেছে। ঔপন্যাসিক স্বকৃতর গল্পের অনুরাগী না হয়ে থাকা যায় না। প্রতিটি গল্প চিনিয়ে দেয় অবারিত এক বাংলাদেশ এবং তার মানুষজনকে।’
বইমেলার পাঞ্জেরী পাবলিকেশন্সের ৩ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ২২০ টাকা।