বইমেলায় আহমেদ রিয়াজের ৩০টি বই

এবারের অমর একুশে গ্রন্থমেলায় শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজের প্রকাশিত হয়েছে ৩০টি নতুন বই। এর মধ্যে সেভ দ্য চিলড্রেন প্রকাশ করেছে ৯টি। এই ৯ বইয়ের সবই লেখা হয়েছে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
প্রথম শ্রেণির বাংলা পাঠ্যবইতে ১৮টি যুক্তবর্ণ আছে। যুক্তবর্ণ থাকায় অনেক শিশুর পড়ার গতি কমে যায়। এটাকে যুক্তবর্ণভীতি বলে। এই ভীতি দূর করার জন্য প্রত্যেকটা যুক্তবর্ণ দিয়ে যে শব্দ আছে, সেগুলো নিয়ে ৬০ থেকে ১০০ শব্দের গল্প তৈরি করা হয়। শুধু তাই নয়, প্রতিটা বাক্যে এসব শব্দ ব্যবহার করা হয়েছে। যুক্তবর্ণ ভীতি শুধু দূর হবে তা নয় বরং যুক্তবর্ণগুলোর ব্যবহার করাও শিখবে শিক্ষার্থীরা। এমনটিই জানান আহমেদ রিয়াজ।
বইগুলো হচ্ছে, ‘সুচের খোঁচা’, ‘ঘুঘুর পিপাসা’, ‘ভাস্কর ও ভাস্কর্য’, ‘বৈশাখের বৈকাল’, ‘জঙ্গলে মঙ্গল’, ‘পেস্তার বস্তা’, ‘ময়ূর ও নূপুর’, ‘ছিপির খোঁজে’ ও ‘পথ হারাল মৃগ’।
‘লাল বল’ তাঁর লেখা অন্যতম একটি বই। বইটি সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে বাংলা, চাকমা, মারমা ও ককবরক ভাষায় প্রকাশ করেছে ফুলকি বইকেন্দ্র। চাকমাদের ভাষা চাকমা, মারমাদের ভাষা মারমা ও ত্রিপুরাদের ভাষা ককবরক। ‘লাল বল’ বইটি বাংলা-চাকমা, বাংলা-মারমা ও বাংলা-ককবরক এই তিনটি ভাষায় তিনটি বই প্রকাশিত হয়েছে।
এ ছাড়া আহমেদ রিয়াজের ইকরি মিকরি থেকে ‘বাঘ এসেছে বাঘ, ভাগরে সবাই ভাগ’, ছোটদের বই থেকে ‘শীত লেগেছে বাঘের’, সিসিমপুর থেকে ‘ তুমিও পারবে’, আলোঘর থেকে ‘দৈত্য গরু এবং চিনির পাহাড়ের পিপলু’, পার্ল থেকে ‘আমপাতা আর ফড়িং’, কালান্তর থেকে ‘এক কি বাড়ি আছো’, শৈশব থেকে ‘মধু’ ও ‘হাতির লড়াই’, কিউ থেকে ‘রাজায় রাজায়’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে ‘সাতই মার্চের গর্জন’ বইগুলো প্রকাশিত হয়েছে ।
‘সাতই মার্চের গর্জন’ বইটির ছবি এঁকেছেন দেশের প্রখ্যাত আর্টিস্ট, ঢাকা চারুকলার একসময়ের ডিন ও ক্রাফট বিভাগের শিক্ষক আবদুস শাকুর শাহ। বইটি এক সঙ্গে বাংলা ও ইংরেজি দুটো ভাষায় প্রকাশিত। কিউ থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে রাতুল গ্রন্থ প্রকাশের স্টলে।
‘রাজায় রাজায়’ বইটির ছবি এঁকেছেন সিনেমা পোস্টার আর্টিস্ট হানিফ পাপ্পু। তিনি রিকশা পেইন্টার হিসেবেও বিখ্যাত। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুদের জন্য তাঁর প্রকাশিত বই ‘অবিন যেদিন ঘণ্টা বাজাল’। বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স।
কিশোর পাঠকদের জন্য তাঁর প্রকাশিত বইগুলো হচ্ছে, পার্ল থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের সাত বীর কিশোর’, ইত্যাদি থেকে প্রকাশিত ‘অদ্ভুত ১০ ভূত’ ও ‘গল্পে গল্পে শেখ মুজিব’, চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত ‘রাজার গোঁফ কোথায় রে’, শব্দশিল্প থেকে প্রকাশিত ‘একাত্তরের তরু’, পাঞ্জেরি থেকে প্রকাশিত ‘মা আমার মা’, নবসাহিত্য থেকে ‘রোবট রোবট’, বাংলাপ্রকাশ থেকে ‘আকবর ও তার নয়রত্ন’।
এ ছাড়া তিনি লিখেছেন অনুলিখিত বই ‘হালুম-সাকিব আল হাসান’। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স।
দ্বিতীয় মুদ্রণ হিসেবে মেলায় তাঁর বই এসেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে ‘একাত্তরের রবিন হুড’, ‘টুঙ্গিপাড়ার খোকা’, পার্ল থেকে ‘একাত্তরের বুদ্ধিমতী’, ইকরি মিকরি থেকে ‘সুজন ও হাতিভূত’, ‘টিনা আর মিনা’, ‘ঘুলঘুলি নাকি চড়ুইর বাসা’, পাঞ্জেরি থেকে ‘একাত্তরের বীরবিচ্ছু, কালান্তর থেকে ‘লোভী বিড়াল’ ও লোভী বিড়ালের ইংরেজি অনুবাদ ‘দ্য গ্রিডি ক্যাট’।