মেলায় নতুন দুই বই

সুচিত্রা সরকারের র্যাডক্লিফ লাইন পেরোনোর গল্প
চমৎকার প্রচ্ছদে মন কেড়ে নেওয়া র্যাডক্লিফ লাইন পেরোনোর গল্প-দেখলে গল্পগ্রন্থ মনে হলেও এটা নিখাদ ভ্রমণ কাহিনি গ্রন্থ। অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির লেখক সুচিত্রা সরকার। আর ২২২ পৃষ্ঠার এই বইটির মূল্য মাত্র ২৮০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় এটি ২১০ টাকায় পাওয়া যাচ্ছে।
র্যাডক্লিফ লাইন পেরোনোর গল্প- নিছক ভ্রমণ কাহিনি নয়। এতে যেমন আছে দিল্লির রাইসিনা হিলের প্রেসিডেন্ট ভবনের কথা, তেমনি উঠে এসেছে, একদল গ্রামবাসীকে উচ্ছেদ করে কেমন করে একটা শহর তৈরি হলো। আছে দিল্লি জাদুঘর, আগ্রার তাজমহল, মথুরা, কলকাতা আর শান্তিনিকেতন। তবে সরল চোখের দেখা এ নয়। অবাক হয়ে পাঠক লক্ষ করবে, তাজমহলের গায়ে শুধু শাহজাহানের স্মৃতি নেই-আছে তাঁর কন্যার জাহানারার কান্না। শান্তিনিকেতনে লেখক নতুন করে রবীন্দ্রনাথকে আবিষ্কার করেন। রবি ঠাকুরের অসহায় চোখের ভরসা হওয়ার আকাঙ্ক্ষা লালন করেন এই বইয়ের মাধ্যমেই।
বইটির শুরু থেকে শেষ পাতা পর্যন্ত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে দেশভাগের কান্না যা প্রমাণ করে ৭০ বছর পরও দেশভাগের যন্ত্রণা মুছে যায়নি।
নতুন আঙ্গিকের সাড়া জাগানো এই ভ্রমণ কাহিনির প্রথম মুদ্রণ প্রায় শেষের পথে। চাইলে পাঠক দেখে নিতে পারেন বইমেলার ২৫১-২৫৩ নম্বর স্টলে।
মেহেদী উল্লাহর প্রথম উপন্যাস গোসলের পুকুরসমূহ মেলায়
মেলায় এসেছে মেহেদী উল্লাহর প্রথম উপন্যাস গোসলের পুকুরসমূহ। প্রকাশ করেছে ঐতিহ্য। বইমেলায় ঐতিহ্যের প্যাভিলিয়নে (১৬ তে) বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। দাম ১৭০ টাকা।
উপন্যাসের নামকরণ ও বিষয় নিয়ে জানতে
চাইলে মেহেদী জানান, গোসলের পুকুরসমূহ উপন্যাসে ‘পুকুর’ আসলে সময়ের সমার্থক। উত্তমপুরুষে বর্ণিত এই উপন্যাসে পুকুরই সময়। প্রধান চরিত্রের শৈশব, কৈশোর পুকুরসূত্রে বাঁধা। খরচ হয়ে যাওয়া জীবনকে সে গোসলের পুকুরসমূহের সাহায্যেই ভালো স্মরণ রাখতে পারে। স্বাভাবিকভাবে মানুষ যেটা মনে রাখে ক্লাস গুনে গুনে বা সাল হিসাব করে। আর একেকটা পুকুর একেকটা অধ্যায় যেন। বারোজন প্রেমিকার স্মৃতি; বিভিন্ন সময়ে তাদের সঙ্গে প্রেমের দিনগুলোতে পুকুরসমূহে গোসলের বৃত্তান্ত রয়েছে। আমরা বলতে পারি, পুকুরের সুবাদে নির্মিত উপন্যাসটির প্রেক্ষাপট স্বাধীনতা-পরবর্তী সময়ের সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, শিক্ষাব্যবস্থা, খেলা, পুরাণ, কিংবদন্তি, যোগাযোগ, উন্নয়নসহ নানা প্রসঙ্গ গোসল উপলক্ষে বাংলাদেশের উপাখ্যান।’
অভিনব আইডিয়া, নতুন ধরনের বিষয় ও আঙ্গিকে রচিত ‘গোসলের পুকুরসমূহ’ পাঠকের ভালো লাগবে বলে বিশ্বাস করেন মেহেদী উল্লাহ।