কমলেশ রায়ের সায়েন্স ফিকশন কাঞ্চনবন

কমলেশ রায়। পেশায় সাংবাদিক। লেখালেখি করেন দীর্ঘদিন ধরে। দৈনিক সংবাদ দিয়ে শুরু। চলছে লেখালেখি ও সাংবাদিকতা দুটোই। এরপর কাজ করেছেন যুগান্তরে। সর্বশেষ ছিলেন সকালের খবরে, ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে। প্রকাশিত বই ৩০টিরও বেশি।
তাঁর প্রথম বই সায়েন্স ফিকশন মানুফিন প্রকাশিত হয় ২০০০ সালে। সায়েন্স ফিকশনের পাশাপাশি এরপর নিয়মিত লিখেছেন শিশুকিশোর গল্প- উপন্যাস, রম্য। এবারের বইমেলায় এসেছে সায়েন্স ফিকশন কাঞ্চনবন।
এনেছে বাংলাপ্রকাশ। বইমেলায় প্যাভিলিয়ন নং ৭। বইটির প্রচ্ছদ করেছে গুপু ত্রিবেদী। দাম ২০০ টাকা। এবারের মেলায় আসবে আরো একটি বই ভাষাচিত্র থেকে। সেটিও সায়েন্স ফিকশন, নাম গঙ্কেলের গুপ্তরহস্য। তিনি লেখালেখি করেন মনের আনন্দে, মনের খোরাক জোগাতে। আমৃত্যু সেটা করে যেতে চান।