অধ্যাপক আবদুল লতিফ মাসুমের প্রকাশিত গ্রন্থ ‘দেশ জাতি রাষ্ট্র’

সরকার ও রাজনীতির অধ্যাপক আবদুল লতিফ মাসুমের সদ্য প্রকাশিত গ্রন্থ ‘দেশ জাতি রাষ্ট্র’। গ্রন্থটির নামেই এর বিষয়বস্তুর ধারণা পাওয়া যায়। সাম্প্রতিক সময়কালে বাংলাদেশ জাতি রাষ্ট্রের অবস্থা এখানে ব্যাখ্যা করা হয়েছে। স্বাভাবিকভাবেই দেশের রাজনীতি-অর্থনীতি, জাতির সামাজিক-মনস্তাত্ত্বিক গড়ন এবং রাষ্ট্রের নীতিমালা-নিরাপত্তার বিষয় এতে স্থান পেয়েছে। প্রকাশক গ্রন্থটির পরিচয় দিতে গিয়ে বলেছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের এসব আশা-আকাঙ্ক্ষা এবং আনন্দ-বেদনার চিত্র এ গ্রন্থ। সাম্প্রতিক সময়ের রাজনীতির গতি-প্রকৃতি এবং বিষয়-বৈশিষ্ট্য এতে বিধৃত। সাধারণ পাঠক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীরা রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রবীণ অধ্যাপকের এ উপস্থাপনা দ্বারা উপকৃত হবেন।
উল্লেখ্য, ড. আবদুল লতিফ মাসুম রাজনীতি অধ্যয়নে একটি পরিচিত নাম। বিগত চার দশক ধরে তিনি সংশ্লিষ্ট ক্ষেত্রে অধ্যয়ন, গবেষণা ও পাঠদান করে যাচ্ছেন। গ্রন্থকার জাতীয় দৈনিক সমূহে এর বিষয়ে নিয়মিত কলাম লিখছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৫। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর তিনি। এর আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।বইটি প্রকাশ করছে : অনন্যা, স্টল নং : ১৫।