ভিন্ন ধারার বই ‘খেয়াঘাটের ভূত’

‘খেয়াঘাটের ভূত’ বইটি ছোটদের জন্য লেখা ভৌতিক গল্পের বই হলেও একটু ভিন্ন ধারার গল্পই বলা হয়েছে এই বইতে। এমনটাই দাবি লেখক সাজ্জাদ কবীরের।
প্রগতি পাবলিশার্স থেকে প্রকাশিত বইটি সম্পর্কে লেখক বলেন, ‘ভূতের গল্প, বিশেষত তা যদি শিশুতোষ হয় তবে গতানুগতিক প্রায় সব বইতেই দেখা যায় বিভৎস কিছু ভূতের ছবি ব্যবহার করে ছোটদের ভয় পাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু কোনো রকম বিকৃত চেহারার ভূতের ব্যবহার ছাড়াও কেবল লেখার মুন্সিয়ানা দিয়ে শিশু কিশোরদের মনে ভৌতিক আবহ সৃষ্টি করা যায়। আর বইটি পপআপ হওয়ায় এর অন্য মাত্রা যোগ হয়েছে।’
বাংলাদেশে পপআপ বইয়ের প্রবর্তক প্রগতি পাবলিশার্স। তারাই প্রথম দেশের শিশুদের হাতে তুলে দেয় এমন বই যা খুললে ভিতরের ছবিগুলো আপনা থেকেই ত্রিমাত্রিক হয়ে ওঠে। ফলে ছবিগুলো জীবন্ত দেখায়।
‘খেয়াঘাটের ভূত’ বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সুমিত রায়।