বইমেলায় কবি শাহীন রেজার চারটি বই

আশির দশকের অন্যতম কবি শাহীন রেজা মূলত কবি হলেও সাহিত্যের বিভিন্ন শাখাতেই রয়েছে তাঁর সরব বিচরণ। চলতি বইমেলায় তাঁর চারটি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে দুটি কবিতার, একটি গল্পের এবং বাকিটা ছড়ার। কবিতার বই ‘না ক্রোধ না অগ্নি’ প্রকাশ করেছে শিকড় প্রকাশনী এবং ‘নারীকাব্য’ প্রকাশিত হয়েছে ত্রয়ী প্রকাশন থেকে। গল্পের বই ‘বৃষ্টি আকাশ এবং একটি দুপুরের গল্প’ প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী এবং ছড়াগ্রন্থ ‘ছড়াগুচ্ছ’ প্রকাশিত হয়েছে শিশুকানন থেকে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭টি।
কবি শাহীন রেজা দৈনিক মুক্ততথ্য এবং তারুণ্যের কাগজ ‘বৈচিত্র’-এর সম্পাদক। কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’ সম্পাদিত হচ্ছে তাঁরই নেতৃত্বে। কিছু নাটক এবং একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।