আলফ্রেড খোকনের ‘মৌন তড়ুই’

অমর একুশে গ্রন্থমেলায় আলফ্রেড খোকনের নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘মৌন তড়ুই’। উৎস প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে।
বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।মূল্য ১৩৫ টাকা। বইটিতে মোট ২৫টি কবিতা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য কবিতাগুলো হলো ‘জীবন’, ‘মৌন তড়ুই’, ‘সভ্যতার ছেঁড়া ফ্রক’, ‘শেয়ার সম্পর্ক’, ‘একলা তিনজন’ ইত্যাদি।
আলফ্রেড খোকন ১৯৭১ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো হলো ‘উড়ে যাচ্ছে মেঘ’, ‘সে কোথাও নেই’, ‘চল্লিশ বসন্তে’, ‘মধু বৃক্ষ প্রতারণার বিষ’ ইত্যাদি।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গদ্যগন্থগুলো হলো আলেড় পাড়ে বৈঠক, আত্মগীতের গদ্যভঙ্গি, আমার (অ)সাধারণ বন্ধুদের প্রেম, নগরে নিবন্ধনহীন ইত্যাদি।