পেঙ্গুইনে ও পাঠক সমাবেশের যৌথ বইমেলা

বাংলাদেশের পাঠক সমাবেশ প্রকাশিত বই বিশ্ববাজারে পৌঁচ্ছে দিবে পেঙ্গুইন র্যান্ডম হাউজ, আর ভারতের বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউজ প্রকাশিত বই বাংলাদেশে বাজারজাত করবে বাংলাদেশের প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশ। এ লক্ষ্যে দুই প্রকাশনার মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আর এ উপলক্ষে দুই প্রকাশনা সংস্থার যৌথ আয়োজনে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা।
গতকাল রবিবার বিকেলে এ মেলার বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, পেঙ্গুইন র্যান্ডম হাউজের কর্মকর্তা অলকেশ বিশাল। এতে শুভেচ্ছা বক্তব্য দেন পাঠক সমাবেশের প্রকাশনা প্রধান ওয়াহিদুল হক। স্বাগত বক্তব্য দেন পাঠক সমাবেশের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বিজু।
পাঠক সমাবেশের প্রকাশিত সব বইয়ের পাশাপাশি পেঙ্গুইন র্যান্ডম হাউজের প্রায় ১০ হাজার বই স্থান পেয়েছে এ বইমেলায়। এ বইমেলায় বাংলা ভাষার বইয়ের পাশাপাশি ইংরেজি ভাষার নানান বিষয়ের বড় সংগ্রহ থাকছে। এ মেলা থেকে পেঙ্গুইনের বই কিনলে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এর মধ্যে ২০ হাজার টাকার বই কিনলে ২৫ শতাংশ আর ৩০ হাজার টাকার বই কিনলে ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে।