বিকেলে যা থাকছে বইমেলায়
অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন আজ। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। প্রতিবারের মতো এবার মেলাকে কেন্দ্র নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
আজ বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বিজয় : ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ও গবেষক আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করবেন লেখক ও সাংবাদিক হারুন হাবীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী ও গবেষক মোফাকখারুল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক।
সন্ধ্যায় থাকবে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।