আমীন আল রশীদের ‘বাংলাদেশের গণমাধ্যম : জনআস্থার দোলাচল’

এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক, সাংবাদিক ও গবেষক আমীন আল রশীদের ‘বাংলাদেশের গণমাধ্যম : জনআস্থার দোলাচল’।বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। পাওয়া যাবে বইমেলার প্যাভিলিয়ন ৬-এ। শুভেচ্ছা মূল্য ১৮০ টাকা।
বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে দেশের গণমাধ্যমের নানা দিক নিয়ে একজন সাংবাদিকের পর্যালোচনা ও আত্মসমালোচনা। গণমাধ্যমের যেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, তার কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলোর নির্মোহ বিশ্লেষণ করা হয়েছে এই বইটিতে।
নতুন বই সম্পর্কে লেখক বলেন আমি চেষ্টা করছি গণমাধ্যমের যেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, তার কিছুটা জবাব দেওয়ার।