শাফিউল কায়েসের সমকালীন উপন্যাস ' আলো আসুক ফিরে'

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শাফিউল কায়েসের প্রথম উপন্যাস ‘আলো আসুক ফিরে’। বইটি প্রকাশ করেছে লেখালেখি প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন সুজন সরকার। অমর একুশে গ্রন্থমেলায় ৪৩৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
একবিংশ শতাব্দীর এ সময়ে রোহিঙ্গাদের অনিশ্চিত জীবনের যে ধ্রুবসত্য নিয়ে লেখক কলম ধরেছেন, আজ লেখকের যে উপন্যাস আমরা সমকালীন বলছি, তা অদূর ভবিষ্যতে ঐতিহাসিক উপন্যাসে পরিণত হবে, ঐতিহাসিক সত্য জানান দেবে ভবিষ্যৎ প্রজন্মকে। সমকালীন এ উপন্যাসে লেখক রোহিঙ্গাদের জীবনের সুখ-দুঃখের রূপায়ণ করেছেন। লেখক প্রত্যাশা করেন রোহিঙ্গাদের জীবনে আলো ফিরে আসুক অর্থাৎ তারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে। মূল উপন্যাসে থাকছে 'রোহিঙ্গা' নামে একটি কবিতা।
বইটি সম্পর্কে লেখক বলেন, যেহেতু উপন্যাসটি সমকালীন এবং বাস্তবতার সাথে মিল রেখে লেখা। আশা করছি বইটি পড়ে পাঠক অনেক কিছু জানতে পারবে এবং বইটি সংগ্রহ করে কেউ হতাশ হবে না। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।