রুদ্র মানিকের প্রথম কাব্যগ্রন্থ ‘অণুরন’

এবারের অমর একুশে বইমেলা ২০১৯ প্রকাশিত হয়ছে কবি রুদ্র মানিকের প্রথম কাব্যগ্রন্থ ‘অণুরন’। বইটি প্রকাশ করেছে নব সাহিত্য প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছে কারুধারা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ৩০৬ নং স্টলে পাওয়া যাচ্ছে।
লেখকের কবিপ্রতিভার স্ফুরণ ঘটিয়ে ‘অণুরন’ কাব্যগ্রন্থে উঠে এসেছে জীবনবোধের বাস্তবচিত্র, কখনো জটিল মনস্তাত্ত্বিক ভাবনা,আবার প্রেম-বিরহের সকরুণ অনন্য চিত্র।
বই সম্পর্কে লেখক বলেন ‘ভালো লাগার জায়গা থেকে আমার লেখালিখির সূচনা। পাঠকদের ভালোবাসা পায়,তাতেই দু-কলম লেখার প্রেরণা-শক্তি পাই। নিজের একটি বই ব্যক্তির কাছে সন্তানের মতো।’
উল্লেখ্য ‘অণুরন’ লেখকের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলেও গত অমর একুশে বইমেলায় বিভিন্ন বইতে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি কলকাতা বইমেলায় তার কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে।