মারুফ রায়হানের নতুন কবিতাগ্রন্থ ‘হাওয়ানগরে পারুলফুল’

কবি মারুফ রায়হান আশির দশক থেকে কবিতা লিখছেন। এ পর্যন্ত তাঁর ১৮টি কবিতার বই প্রকাশিত হয়েছে। এ বছর বইমেলার প্রথম দিনই এসেছে তাঁর নতুন কবিতার বই ‘হাওয়ানগরে পারুলফুল’। প্রকাশ করেছে চিত্রা প্রকাশনী (মেলায় স্টল নং ৫৬৮)। প্রচ্ছদ এঁকেছেন সোহেল আশরাফ। মূল্য ১২০ টাকা।
উল্লেখ্য, চিত্রা প্রকাশনী থেকে এর আগে বেরিয়েছে লেখকের উপন্যাস ‘রানী ও কেরানি’ এবং প্রবন্ধগ্রন্থ ‘ধ্বনি আর ধ্যানী’। উপন্যাস-প্রবন্ধ-কবিতা এই তিনটি গ্রন্থ একসঙ্গে একটি মোড়কে পাওয়া যাচ্ছে মেলায় ‘তিন রকম তিন বই’ শিরোনামে। বিশেষ হ্রাসকৃত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
হাওয়ানগরে পারুলফুল কবিতাগ্রন্থে রয়েছে চৌত্রিশটি কবিতা। ছয়টি কবিতার সঙ্গে রয়েছে চিত্রকর্ম। বহুবর্ণিল প্রেমের ছন্দোবদ্ধ পঙক্তিমালা এবং সময়ের কণ্ঠস্বর ধারণ করেছে এই কবিতার বই। নিকট অতীতের সামাজিক অন্যায় ও পাপাচার এবং বিশ্বের রক্তপায়ী তৃষ্ণার কথা যেমন ফুটে উঠেছে গ্রন্থের নানা কবিতায়, তেমনি ব্যক্তির স্বপ্ন, সাহস ও সংগ্রামের চিত্রও রয়েছে। হাওয়ানগর এক প্রতীকী জনপদ, যেখানে বইছে তীব্র হাওয়া, হাওয়ায় দুলছে সব, বুঝি লণ্ডভণ্ড হয়ে যাবে মানববসতি ও নিসর্গ। কবির হৃদয় সবচেয়ে রক্তাক্ত। হাওয়াকে সে জাপ্টে ধরতে চায়, যাতে আর কোনো পারুলফুল এই জনপদে নিষ্পিষ্ট না হতে পারে।
উল্লেখ্য, গ্রন্থে সদ্যপ্রয়াত দুই বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি ও কাঁকন বিবি স্মরণে রয়েছে শোকার্ত পঙক্তিমালা।