মীর আকরামের ‘এই মন এই শরীর এই ভাবনা’

আহম্মদ মীর আকরাম একাধারে কবি, কথাশিল্পী ও নৃগবেষক। এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে তাঁর লেখা কবিতার বই ‘এই মন এই শরীর এই ভাবনা’। বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন। মূল্য ১২০ টাকা। প্রচ্ছদ করেছেন লক্ষ্মণ চন্দ্র নাথ।
বইটি সম্পর্কে কবি আহম্মদ মীর আকরাম বলেন, “আবারও বসছে মানুষ আর বইয়ের মেলা। স্বাধীনতা স্তম্ভ ঘিরে থাকা হ্রদের পাড়ে অর্জন প্রকাশন, ৫৫৭ নম্বর স্টলে, আপনাদের জন্য কবিতার বই ‘এই মন এই শরীর এই ভাবনা’।”
বইটিতে মোট ৩৬টি কবিতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কবিতাগুলো হলো ‘কায়া-মায়া’, ‘বিদ্রোহী হাত আমার’, ‘মনখেলা’, ‘ইচ্ছে তোকে’, ‘বেশ আছি’, ‘একদিন’, ‘সেইতো প্রেম’ ইত্যাদি।