কাজল শরিফের শিশুতোষ বই ‘চাঁদা মাছের সেলফি তোলা’

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কাজল শরিফের শিশুতোষ বই। বইটির নাম ‘চাঁদা মাছের সেলফি তোলা’। প্রকাশ করেছে ভোরের শিশির। মূল্য ৩০০ টাকা। প্রচ্ছদ করেছে কিশোর।
রং বেরঙ্গের বিভিন্ন মাছের ছবি জুড়ে দিয়ে বইটি খুব আকর্ষণীয় করে তোলা হয়েছে। বইটি শিশুদের ভালো লাগবে তাই নয়, বইটি পড়ে ও ছবি দেখে দেশীয় মাছের সাথে পরিচিত হবে ছেলে মেয়েরা।
‘চাঁদা মাছের সেলফি তোলা’ সম্পর্কে কাজল শরিফ বলেন, ‘গল্প ছলে লেখা হয়েছে এই বইটি। বহুদিন আগে ভেবেছিলাম এ রকম একটা বইয়ের কথা যা রঙে ভরপুর থাকবে। আমার মেয়েকে কোলে নিয়ে পড়ব, আর সে কিছু শিখবে, তার শেখার আগ্রহ বাড়বে। বই নিয়ে আমার কাছে আসবে আর বলবে – বাবা, এই বইটি পড়ে শোনাও। যাহোক, সেটা সম্ভব হয়নি। আশা করছি, এই বইটি শিশুদের আনন্দ দেবে।’
এর আগে কাজল শরিফের তিনটি বইটি প্রকাশ পেয়েছে। বইগুলোর নাম হলো , ‘জ্যাতি’, ‘অ্যাস্টেরয়েড হুজুর’ ও ‘অঞ্জন কানন বিশ্ববিদ্যালয়’।