বইমেলায় সাকিবের ‘সিনেমামা’

একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে সৈয়দ নাজমুস সাকিবের নতুন বই ‘সিনেমামা’। এটি লেখকের দ্বিতীয় চলচ্চিত্রবিষয়ক বই।
নিজের চলচ্চিত্র নিয়ে প্রকাশিত বই সম্পর্কে সাকিব বলেন, ‘সিনেমামা আমার দ্বিতীয় বই। আগের বইটির নাম সিনেম্যান। নাম শুনেই বুঝতে পারছেন দুটোই সিনেমা নিয়ে লেখা। আর একজন লেখকের দুটি বই সিনেমা নিয়ে—এটা হয়তো অনেকটাই বুঝিয়ে দেয় সিনেমার প্রতি আমার ভালোবাসা কোন পর্যায়ের।’
নতুন বই নিয়ে সাকিব বলেন, ‘সিনেমামাতে সিনেমার অনেক ধরনের বিষয় নিয়ে লিখেছি। বইতে যেমন দেশি সিনেমার ব্যাপারে কথা বলা হয়েছে, ঠিক তেমনি দেশের বাইরের সিনেমা নিয়েও কথা বলা হয়েছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির সমস্যা, ছকে বাঁধা গল্প আর সে থেকে উত্তরণের উপায় থেকে শুরু করে নানা ধরনের ইস্যুর সমন্বয় ঘটেছে এ বইয়ের লেখাতে।’
সাকিব আরো বলেন, ‘সিনেমার কাটাছেঁড়া বা রিভিউও রয়েছে এই বইতে। ফ্যান, ট্র্যাপড আর অক্টোবর সিনেমাগুলোকে একেবারেই অন্য দৃষ্টিতে দেখা হয়েছে আর সেভাবেই কিছু লেখার চেষ্টা করেছি।’
সাকিবের নতুন এই বইতে চলচ্চিত্রের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলাপ ছাড়াও দেশের স্বনামধন্য চিত্রপরিচালক দেওয়ান নজরুলকে নিয়েও একটি লেখা রয়েছে। বইটি বেরিয়েছে রোদেলা প্রকাশনী থেকে।